স্টাফ রিপোর্টার : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মুলজান এলাকায় বাস ও লেগুনা সংঘর্ষে এক লেগুনা যাত্রী নিহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় ৫/৭ জন আহত হয়েছে।
নিহত মিন্টু মিয়া ঘিওর উপজেলার উত্তর তরা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
গোলড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, তরা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী একটি লেগুনাকে বিপরীত দিক থেকে আসা সাউথ লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লেগুনা যাত্রী মিন্টু মারা যান। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে, বাসটিকে আটক করা যায়নি বলে পুলিশের ওই কর্মকর্তা আরো জানান।
সব খবর/ মানিকগঞ্জ/ ১৫ এপ্রিল ২০১৮/ লিটন