স্টাফ রিপোর্টার : নতুন বছরের প্রথম দিন সোমবার সকালে সারাদেশের ন্যায় মানিকগঞ্জ জেলা শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয় ও তৎসংলগ্ন ৮৮ নং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
এ সময় অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী শিখা, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা আক্তার, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা জাহান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র -২ আব্দুর রাজ্জাক রাজা।
অনুষ্ঠান পরিচালনা করেন ৮৮ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রোজিনা মাহমুদ রুপকথা।