স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরটিয়া গ্রামে ঘটনার এক সপ্তাহ পর ফেসবুকের ছবি দেখে ধর্ষককে সনান্ত করলো নির্যাতিতা স্কুল ছাত্রী।
বৃহস্পতিবার তৃতীয় শ্রেনীর ওই ছাত্রীকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত তমাল ভূইয়াকে (২৩) গ্রেপ্তার করেছে ঘিওর থানা পুলিশ।
নির্যাতিতা শিশুটির বাবা জানান, তার মেয়ে স্থানীয় একটি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্রী। ঘটনার দিন গত ১২ মে সে স্কুলে যায়। দুপুরে টিফিনের সময় স্কুলের পাশের একটি বাগানে লিচু কুড়াতে গেলে একই এলাকার নাসির ভূইয়ার বখাটে ছেলে তমাল গামছা দিয়ে মুখ বেঁধে তাকে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।
মেয়েটি স্কুলের শিক্ষক ও পরিবারের সদস্যদের এঘটনা জানালেও, তমালের নাম বলতে পারেনি সে। পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে অনুসন্ধান অব্যাহত রাখেন।
পরে বৃহস্পতিবার ফেসবুকের ছবি দেখে তমালকে চিহিৃত করে নির্যাতিতা মেয়েটি। বিষয়টি পুলিশকে জানালে রাতেই বখাটে তমালকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান, তমাল এলাকায় বখাটে ও মাদকসেবী হিসাবে চিহিৃত। তার বিরুদ্ধে পোশাক শ্রমিকসহ অনেক মেয়েকে উত্যক্ত করার অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে তাকে একাধিকবার শাসনও করেছেন সমাজপতিরা।
তমাল ভূইয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম।
সব খবর/ মানিকগঞ্জ/ ১৮ মে ২০১৮/ লিটন