স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সিংগাইরে শতাধিক অসহায় দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জনকল্যাণ ফান্ড নামের একটি সামাজিক সংগঠন।
সোমবার বিকেলে উপজেলা গোলাইডাঙ্গা স্কুল মাঠে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তণ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জনকল্যাণ ফান্ডের সভাপতি রিয়াজুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন এলাকার শতাধিক দু:স্থ মানুষের মাঝে কম্বল তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ ছাড়াও সংগঠনটি দীর্ঘদিন ধরে কৃতি শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান ছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে।
সব খবর/ মানিকগঞ্জ/ সিংগাইর/ ৯ জানুয়ারি ২০১৮/ লিটন