মানিকগঞ্জে জলাতঙ্ক নিমূর্লে ৩৬২০টি কুকুরকে টিকাদান

স্টাফ রিপোর্টার : জলাতঙ্ক নির্মূলে মানিকগঞ্জ সদর উপজেলায় ৩৬২০টি কুকুরকে টিকাদান করা হয়েছে।

গত ৪ থেকে ৮ মার্চ এই কমূর্সচি পালিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এই কর্মসূচি পালন করে। সদর উপজেলা ব্যতিত অন্যান্য উপজেলাতেও এই কর্মসূচি পালন করা হয়।

২৮ ফেব্রুয়ারি জেলার সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির কনসালটেন্ট ডা. মো. রাশেদ আলী জানান, ২০২২ সালের মধ্যে জলাতঙ্ক রোগ নির্মূলের উদ্দেশ্যে কুকুর টিকাদান কর্মসূচির আওতায় মানিকগঞ্জ সদর উপজেলায় ৩৬২০টি কুকুরকে টিকাদান করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে ১৪০ জন স্বেচ্ছাসেবী কাজ করেছেন।

এছাড়াও সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছেন।

সব খবর/ মানিকগঞ্জ/ ২১ মার্চ ২০১৮/ লিটন