মানিকগঞ্জে আওয়ামী লীগের প্রচারনা

স্টাফ রিপোর্টার : ৭ মার্চের ঐতিহাসিক ভাষনকে গত বছর ৩০ অক্টোবর ইউনেস্কোর ওয়ার্ল্ড ডকুমেন্টরী হেরিটেজ এর অন্তভূর্ক্তি হয়।

এ উপলক্ষে আগামী ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামীলীগ জনসভা করবে। আর ওই জনসভা প্রচারের জন্য মানিকগঞ্জে লিফলেট বিতরণ ও সাংস্কৃতিক দল প্রচারের কাজ করছে জেলা আওয়ামীলীগের নেতা কর্মীরা।

সোমবার দুপুরে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের লিফলেট বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খাঁন আপেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মজিদ ফটো, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

আগামী দুই দিন জেলার বিভিন্ন স্থানে উদীচী ও সাবিস সাংস্কৃতিক দলের কর্মীরা প্রচার করবে জনসভার বিষয়টি।

সব খবর/ মানিকগঞ্জ/ ৫ মার্চ ২০১৮/ লিটন