মানিকগঞ্জের পুটাইলে আওয়ামীলগের ত্রি-বার্ষিক সম্মেলন

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সদর উপজেলার পুটাইলে অনুষ্ঠিত হয়েছে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

বৃহস্পতিবার বিকেলে লেমুবাড়ি বিনোদা সুন্দরী বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসরাফিল হোসেন।

পুটাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন গিনির সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মাষ্টারের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শামীম আরা চায়না, পুটাইল ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, সদর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মদিুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান অমিত, এ্যাড. ছাহেরা খাতুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সব খবর/ মানিকগঞ্জ/ ৮ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন