মানিকগঞ্জের ডিসির মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবী

স্টাফ রিপোর্টার : ৩য় বারের মত মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিমের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবী করেছে একটি চক্র।

রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আলী রাজিব মাহমুদ মিঠুনের মোবাইল নাম্বারে ফোন করে চাঁদা দাবী করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম বলেন, ঈদ ও উৎসব এলেই একটি চক্র আমার নাম্বার ক্লোন করে চাঁদা দাবী করে। এর আগেও ২ বার এমন ঘটনা ঘটেছে। রবিবার সকালে এনডিসি আলী রাজিব মাহমুদ মিঠুন একটি প্রকল্পের কথা বলে টাকা চাওয়া হয়।

মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, এ চক্রটি খুবই ধুরন্দর। জেলা প্রশাসক মহদোয় একটি সেমিনারে অংশ নিতে ঢাকায় অবস্থান করছেন। এমনটি জেনেই রবিবার সকালেই জেলা প্রশসাক মহোদয়রে ০১৭১৫১০৮০৯৭ এ মোবাইল নাম্বারটি থেকে ফোন আসে। কিন্তু ফোনটি রিসিভ করার পরই কন্ঠ অপরিচিত হওয়ায় বিষয়টি আমি নিশ্চিত হই নাম্বার ক্লোন করা হয়েছে। চক্রটি বলে তোমার কাছে সাড়ে ১৪ হাজার টাকা আছে, একটি প্রকল্পের জন্য প্রয়োজন এখন বিকাশ করে পাঠাও। পরে বিষয়টি আমি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করি।

মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম বলেন এমন ঘটনা আমি জানার পরই আমার ফেসবুকে একটি পোষ্ট দেই এবং বিষয়টি পুলিশ সুপার কে জানাই।

এ ব্যাপারে পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন এর আগেও এমন অভিযোগ পেয়েছি। রবিবারের বিষয়টি আমরা আমলে নিয়ে গুরুত্বের সাথে দেখছি।

সব খবর/ মানিকগঞ্জ/ ১০ জুন ২০১৮/ লিটন