মাজার গুড়িয়ে দিল প্রতিপক্ষের লোকজন

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের বায়রা এলাকায় সাধু পিয়ার আলীর নামের একটি মাজার গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খান জানান, সোমবার গভীর রাতে খোকনের নেতৃত্বে তার সহযোগীরা ৪টি মাইক্রোবাসে এসে মাজারটি গুড়িয়ে দেয়।

এসময় আশপাশের বাসিন্দারা এগিয়ে আসলে তাদের ভয়ভীতি দেখিয়ে চলে যেতে বলে খোকন ও তার সহযোগীরা। তারা মাজারের খাদেম রোজি বেগমকেও ধরে নিয়ে পালিয়ে যায়।

গ্রামবাসীরা জানান, ২৭ বছর ধরে এই মাজারকে ঘিরে ৭ দিন ব্যাপি মেলার আয়োজন করা হয়। সেখানে প্রতিবছর হাজারো ভক্তরা তাদের মনোবাসনা পূরণের জন্য মানত করে বিভিন্ন দ্রব্যাদি দান করে। মাজারটি ভেঙ্গে গুড়িয়ে দেয়ায় ভক্তদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সিংগাইর থানার এসআই শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সব খবর/মানিকগঞ্জ/১৫ মার্চ ২০১৮/সোহেল