বীরগঞ্জে মোটরসাইকেল চালক আহত

মোঃ তোফাজ্জল হায়দার, দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জে বাসের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল চালক আহত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ঝাড়বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত মোটরসাইকেল চালক নাসির ইসলাম (১৮) শতগ্রাম ইউনিয়নের রাঙ্গালীপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শিমুলি পরিবহনের একটি বাস দেবীগঞ্জ যাবার পথে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।

আহত ওই চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সব খবর/ দিনাজপুর/ ৬ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন