মোঃ তোফাজ্জল হায়দার, দিনাজপুর : পেনশন ও বেতন ভাতার দাবীতে কর্মবিরতি পালন করেছে দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।
রোববার সকাল ৯ টা থেকে পৌরসভা কার্যালয়ের প্রধান গেটে এই কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতি পালনের প্রথম দিনে মোঃ রুস্তম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় পৌরসভা সার্ভিস এসোসিয়েশেনের সহ-সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, দিনাজপুর জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশেনের সহ-সভাপতি মোঃ হারুন-অর-রশিদ।
এসময় পৌর সচিব মোঃ হানিফ সরদার, সহকারী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সব খবর/ দিনাজপুর/ ২৮ জানুয়ারি ২০১৮/ লিটন