বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ছয় ক্রিকেটার

খেলাধুলা ডেস্ক : বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ছয় ক্রিকেটার। তারা হলেন, সৌম্য সরকার, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও কামরুল ইসলাম রাব্বী।

বুধবার বিসিবির বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বিকেলে নতুন মেয়াদের জন্য কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে, এবার কেন্দ্রীয় চুক্তির তালিকা সংক্ষিপ্ত করা হতে পারে। একই সঙ্গে ক্রিকেটারদের বেতন বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে বাড়ানো হয়নি খেলোয়াড়দের বেতন।

সিদ্ধান্ত নেওয়া হয়নি ক্রিকেটাররা কে কোন ক্যাটাগরিতে থাকবেন তা-ও। তবে জানা গেছে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে উন্নীত হতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ ও ‘সি’ ক্যাটাগরিতে থাকা মোস্তাফিজুর রহমানেরও উন্নতি হতে পারে।

গত বছর কেন্দ্রীয় চুক্তিতে ১৬ জন ক্রিকেটারকে রাখা হলেও এবার রাখা হয়েছে দশ জন ক্রিকেটারকে। ২০১৭ সালের ডিসেম্বরেই কেন্দ্রীয় চুক্তি হলে চলতি বছরের জানুয়ারি থেকে নতুন চুক্তির মেয়াদ কার্যকর হবে।

এবার কেন্দ্রীয় চুক্তিতে থাকা দশ ক্রিকেটার হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক, রুবেল হোসেন, তাইজুল ইসলাম।

সব খবর/ ঢাকা/ ২০ এপ্রিল ২০১৮/ লিটন