প্রযুক্তি ডেস্ক : আজ থেকে ২৪ বছর আগে অর্থাৎ ১৯৯৪ সালে তৈরি হয়েছিল বিশ্বের প্রথম স্মার্ট ফোন। অ্যাপল আইফোন বাজারে আনার ১৫ বছর আগে আইবিএম এই স্মার্টফোনটি বাজারে এনেছিল। মিতসুবিসির সাথে যৌথ উদ্যোগে এই স্মার্টফোনটি তৈরি করেছিল আইবিএম।
ফোনটির নাম দেয়া হয়েছিল সিমন। এই ফোনে কোনো কি-প্যাড ছিল না। এখনকার স্মার্টফোনগুলোর মতোই পুরোপুরি টাচস্ক্রিন এর মাধ্যমে এটা ব্যবহার করতে হত। ১৯৯৪ সালের ১৬ আগস্ট শুধু যুক্তরাষ্ট্রেই এই স্মার্টফোন প্রকাশ পায়। ১৯৯৫ সালে এর উৎপাদন বন্ধ হয়ে যায়। এই প্রায় ১ বছরের মধ্যে আইবিএম মোট ৫০ হাজার ইউনিট বিক্রি করে। দৈর্ঘ্যে ৮ ইঞ্চি, চওড়ায় ২.৫ ইঞ্চি এবং ১.৫ ইঞ্চি পুরু ছিল ফোনটি। ওজন ৫০০ গ্রাম। যে কারণে অনেকটা ইটের মতো দেখতে লাগত স্মার্টফোনটিকে। এর মেমরি ছিল ১ মেগাবাইট। তবে এর ব্যাটারির ক্ষমতা খুবই কম ছিল। চার্জ দেয়ার পর সর্বাধিক ১ ঘণ্টা সচল থাকত ফোনটি। ফোনের দাম ছিল ৮৯৯ ডলার।
সব খবর/ ঢাকা/ ১৭ মার্চ ২০১৮/ লিটন