বিদ্যালয়ের দেয়াল ধ্বসে আহত চার শিক্ষার্থী

class="gmail_quote">পার্থ হাসান, পাবনা : পাবনায় স্কুলের দেয়াল ধ্বসে চার শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে পাবনার পৌর সদরের শিবরামপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংস্কার কাজের জন্য স্কুলের দেয়াল ঘেঁষে বালুসহ নির্মাণ সামগ্রী রেখেছিলেন ঠিকাদার। সকালে স্কুলের দেয়ালের পাশ দিয়ে যাচ্ছিল কয়েকজন শিক্ষার্থী। এ সময় হঠাৎ শিক্ষার্থীদের ওপর দেয়াল ধ্বসে পড়ে। এতে গুরুতর আহত হয় শিবরামপুর এলাকার আইয়ুব আলীর মেয়ে আফরিন ও আফসানা, আমিন উদ্দিনের ছেলে আল আমিন ও মানিক রতনের ছেলে ইসমাইল নামের চার শিক্ষার্থী। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আফরিন ও ইসমাইলের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আফরিন ও আফসানা দ্বিতীয় শ্রেনীতে এবং আল আমিন ও ইসমাইল শিশু শ্রেণীর ছাত্র।
খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নেন জেলা প্রশাসক জসিম উদ্দিন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।
এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।
সব খবর/ পাবনা/ ২১ এপ্রিল ২০১৮/ লিটন