কোরবান আলী, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৬জন।
মঙ্গলবার সকাল পোনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার কেষ্টপুর গ্রামের জাকির মন্ডলের ছেলে আব্দুল লতিফ মন্ডল (৫৫), একই গ্রামের দলু মন্ডলের ছেলে শাহিদুল ইসলাম ও একই উপজেলার পান্তাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে রাহাজ উদ্দীন।
দুর্ঘটনায় আহতরা হলেন, ডাকবাংলা ডিগ্রী কলেজের পিয়ন সাধুহাটী গ্রামের আব্দুস সালাম, কেষ্টপুর গ্রামের পানচাষি কামরুল ইসলাম, একই গ্রামের আব্দুল মোমিন, আব্দুল খালেক, মিন্টু মিয়া ও সালাম হোসেন। হতাহতরা সবাই পান চাষি বলে স্থানীয় চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন জানান।
নিহতর সংখ্যা আরো বাড়তে পারে বলে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মিথিলা হক জানান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, হরিণাকুন্ডু এলাকা থেকে পান নিয়ে একটি থ্রি হুইলারটি শরৎগঞ্জ যাচ্ছিল। গাড়িটিপাশের রাস্তা থেকে মেইন রাস্তায় উঠতে গেলে বাসের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন ও পরে হাসপাতালে দুইজন মারা যায়। আহতদের মধ্যে ৩জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকীদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর ঝিনাইদহের সাধুহাটী মোড়ে স্পিডব্রেকারের দাবীতে জনতা অবরোধের চেষ্টা করে। কিন্তু ঝিনাইদহ সদর থানার ওসি ইমদাদুল হক শেখের আশ্বাসে জনতা অবরোধ কর্মসুচি থেকে সরে আসেন।
সব খবর/ ঝিনাইদহ/ ২৬ জুন ২০১৮/ লিটন