লেবানন সংবাদদাতা : জাতিসংঘ কর্তৃক ১৭ মার্চ ২০১৮ তারিখে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি প্রদান করা হয়। মর্যাদাপূর্ণ এ অর্জন ও স্বীকৃতি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস বৈরুত এবং ইসতিশারিয়া-আইএসসিএস (ISTICHARIA-ISCS) নামক থিংক ট্যাংক যৌথভাবে বুধবার বেইতমেরি মিউনিসিপ্যালিটির কনফারেন্স রুমে “ Bangladesh’s Graduation from LDC: Prospects of Business, Investment and Connectivity” শীর্ষক এক গোল টেবিলের আয়োজন করে।
গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। তিনি বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বৈঠকে লেবাননের বিভিন্ন স্থরের রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, বিনিয়োগকারী, মিডিয়া ব্যক্তিত্ব ছাড়াও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহন করেন এবং মান্যবর রাষ্ট্রদূতের উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন। আলোচনা শেষে রাষ্ট্রদূত তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বৈঠকের শুরুতে ১০টি মেগা প্রকল্পসহ বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উপর ১০ মিনিটের একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
সেসময় উপস্থিত প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং তারা বাংলাদেশের সাথে ব্যবসা ও বিনিয়োগের গভীর আগ্রহ প্রকাশ করেন।
সব খবর/ লেবানন/ ১৭ মে ২০১৮/ লিটন