কোরবান আলী, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে আকাশ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় শিশুর মা ববিতা রাণী ও অপর এক প্রতিবেশী গুরুতর আহত হয়েছে।
মৃত আকাশ উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের দাসপাড়ায় বিজন কুমার দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী সাগর কুমার দাস জানান, রবিবার দুপুরে বিজন কুমার দাসের স্ত্রী ববিতা রাণী, ছেলে আকাশ দাস ও প্রতিবেশী নীপেন দাসের স্ত্রী যশোদা রাণী পাশের নদী থেকে বৃষ্টির মধ্যে গোসল করে বাড়ি ফিরছিল। এ সময় বজ্রপাত হলে আকাশ ঘটনাস্থলেই নিহত হয় এবং সাথে থাকা শিশুটির মা ও প্রতিবেশী যশোদা গুরুতর আহত হয়।
গুরুতর আহত দুজনকে কুষ্টিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সব খবর/ ঝিনাইদহ/ ০৩ জুন ২০১৮/ লিটন