মাহমুদা শিকদার, গাজীপুর : তিন সেমিস্টার একাডেমিক পদ্ধতি বাতিল করে দুই সেমিস্টার পদ্ধতি চালু সহ তের দফা দাবিতে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট করে। এ সময় তারা প্রক্টরের অপসারনসহ বিভিন্ন শ্লোগানও দেয়। দাবী না মানা পর্যন্ত অনশন ও বিক্ষোভ চালিয়ে যাবার কথা বলেন।
এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন শিক্ষার্থীদের সেমিস্টার সিস্টেমটা পরিবর্তন করাটা সম্ভব না। তবে, অন্যান্য দাবী বাস্তবায়ন প্রক্রিয়াধীন। সময়ের সাথে আস্তে আস্তে সবই পূরন করা হবে।
পরে সন্ধ্যার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বহিরাগত কিছু লোকজন নিয়ে ভিতরে প্রবেশ করে ভিসি ও ট্রেজারারের গাড়ি এবং প্রসাশনিক ভবনে ব্যাপক ভাংচুর চালায়। এসময় কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এস এম ফজলে রাব্বি বাধনসহ আরো ১০/১২ জনকে আটক করে পুলিশ।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবী বাধন বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়।
সব খবর/ গাজীপুর/ ৮ মে ২০১৮/ লিটন