বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া পৌঁছান। বেলা ১১টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে তার পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকার পর বঙ্গবন্ধু কন্যা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সূরা ফাতেহা পাঠ করেন।

পরে স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও পরিবারের শহীদ সদস্যদের জন্য বিশেষ মোনাজাত করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশেই প্রধানমন্ত্রী আজ টুঙ্গিপাড়া যান।

সব খবর/ গোপালগঞ্জ/ ০২ জুন/ ২০১৮/ লিটন