মাহমুদা শিকদার,গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে গাজীপুরে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার হওয়া আতিকুল ইসলামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার রানাদিয়া গ্রামে।
এ বিষয়ে শুক্রবার দুপুরে জেলা প্রলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং হয়েছে।
এতে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, প্রতারক আতিকুল ইসলাম নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিসেন্ট প্রফেসরের মিথ্যা পরিচয় দিয়ে নগরের ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলামের বাড়ি যান এবং নানা কৌশলে নজরুলকে নির্বাচনে পাশ করিয়ে দেবার আশ্বাস দিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা দাবি করেন। এছাড়া আরো কয়েক জন প্রার্থীকেও পাশ করিয়ে দেবার কথা বলে এমনভাবে টাকা দাবি করেন।
তাদের অভিযোগের প্রেক্ষিতে আতিককে গতকাল নগরের ইটাহাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সব খবর/ গাজীপুর / ৮ জুন ২০১৮/ লিটন