পাবনায় মা-ভাইসহ তিনজনকে হত্যার আসামী গ্রেপ্তার

পার্থ হাসান, পাবনা : পাবনার বেড়া উপজেলার সোনাপদ্মা গ্রামে মা-ছেলেসহ একই পরিবারের তিনজনকে গলা কেটে ও কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন তুহিন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি তদন্ত দল গতকাল শুক্রবার খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামের জনৈক ফেরদৌস মেম্বারের বাড়ি থেকে তুহিনকে গ্রেপ্তার করে।

শনিবার বেলা সাড়ে ৩টায় পাবনা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সুপার জিহাদুল কবির জানান, গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা, খালা ও ছোট ভাইকে নিজ হাতে হত্যার কথা স্বীকার করেছে তুহিন। পরে পাবনার আমলী আদালত-৩ এর বিজ্ঞ বিচারক আব্দুল মমিনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয় সে।

স্বীকারোক্তিতে হত্যার কারণ সম্পর্কে তুহিন পুলিশকে জানিয়েছে, ৯ মাস আগে ভালোবেসে পরিবারের অমতে সে রুনা খাতুনকে বিয়ে করে। বিয়ের পর থেকে তাদের বাড়িতে থাকা খালা মরিয়ম খাতুন সহ পরিবারের লোকজন তুহিনের স্ত্রীকে মাঝে মধ্যেই তুচ্ছ বিষয় নিয়ে গালিগালাজ ও কটুক্তি করতো। এরই জের ধরে ঘটনার দিন ভোরে তুহিন প্রথমে তার খালাকে ঘুম থেকে ডেকে তুলে। পরে তাদের মধ্যে কাটাকাটি হয়। এক পর্যায়ে তুহিন তাকে গলা কেটে হত্যা করে। এ সময় তার মা তাসলিমা খাতুন ওরফে বুলি খাতুন ও ছোট ভাই তুষার এগিয়ে গেলে তাদেরকেও গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়।

সব খবর/ পাবনা/ ৭ জুলাই ২০১৮/ নিউজ ডেস্ক