পাটুরিয়ায় বাস সুপারভাইজারের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার :  মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া থেকে আরমান ভূঁইয়া রনি (২৮) নামে এক বাস সুপারভাইজারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পাটুরিয়ার ৫ নং ফেরিঘাট এলাকা সংলগ্ন পদ্মা নদী থেকে তার ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

রনি নরসিংদীর শিবপুর উপজেলার চৈতন্য এলাকার আব্দুর রহমানের ছেলে এবং দেশ ট্রাভেলসস নামে একটি পরিবহনের সুপারভাইজার। পরিবহনটি ঢাকা থেকে বেনাপোল যাতায়াত করতো।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম  জানান, ঢাকা থেকে বেনাপোল যাওয়ার সময় যাত্রীবাহী ওই পরিবহনের সুপারভাইজার রনি ৫ দিন আগে পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় রনির বাবা আব্দুর রহমান বুধবার দুপুরে শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে আজ দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পাটুরিয়া ফেরিঘাটের ৫ নাম্বার ঘাট পন্টুন এলাকার পদ্মা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

সব খবর/ মানিকগঞ্জ/ শিবালয়/ ২৫ জানুয়ারি ২০১৮/ লিটন