দিনাজপুর প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকাল ১০ টায় বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক ড.আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর।
এছাড়া অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক নুর ইসলাম নুর, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবেদ আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, সাবেক বীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায় প্রমুখ বক্তব্য রাকেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সুধীবৃন্দগন উপস্থিত ছিলেন।
সব খবর/দিনাজপুর/১৫ মার্চ ২০১৮/সোহেল