মো:মাহবুবুল আলম রিপন (ধামরাই): ঢাকা জেলার ধামরাইয়ে সুনিয়া আক্তার নামে (২৫) এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত সোনিয়া সিরাজগঞ্জ জেলার তারা থানার মাদবপুর গ্রামের রাজমিস্ত্রী নজরুল ইসলামের স্ত্রী।
ধামরাই থানার উপ-পরিদর্শক ভজন রায় জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে গিয়ে নিজ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সব খবর/ ধামরাই/ ২৭ মে ২০১৮/ লিটন