দৌলতপুরে যুবদল সভাপতি ও ছাত্রদলের সম্পাদক আটক

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের দৌলতপুর উপেজেলা যুবদলের সভাপতি ও ছাত্রদলের সাধারণ সম্পাদক পুলিশের হাতে আটক হয়েছে।

বুধবার দিবাগত রাতে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনিল কুমার কর্মকর্তা।

থানা পুলিশের ওই কর্মকর্তা জানান, দৌলতপুর উপজেলা শাখার বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের সভাপতি মো: লোকমান হোসেন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোনাইকে তাদের নিজ নিজ বাড়ী থেকে  আটক করা হয়। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সব খবর/ মানিকগঞ্জ/ ২৬ এপ্রিল ২০১৮/ লিটন