স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের দৌলতপুরে অসহায়, দু:স্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের খ্যাতনামা ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।
রোববার বিকেলে উপজেলার পিএস উচ্চ বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দূর্জয়, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান রুনু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, আমিরুল ইসলাম মট্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।
মাহবুব মোর্শেদ হাসান রুনু বলেন, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে উপজেলার অসহায় ১৫‘শ শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। বসুন্ধরা যে কোন প্রাকৃতিক দুযোর্গেই অসহায়দের মাঝে এসে দাঁড়ায়।
সংসদ সদস্য দূর্জয় বলেন, বসুন্ধরা গ্রুপ শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। গ্রুপটি মানুষের কল্যাণে কাজ করে দেশে ও বিদেশে নানাভাবে প্রশংসিত হয়েছে। মানবতার কল্যাণে কাজ করার জন্য তিনি গ্রুপের চেয়ারম্যানসহ সকলকে ধন্যবাদ জানান।
সব খবর/ মানিকগঞ্জ/ দৌলতপুর/ ২১ জানুয়ারি ২০১৮/ লিটন