দৌলতপুরে ছাত্রলীগ সভাপতির ওপর হামলায় দুই নেতা বহিস্কার

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রুবেলের ওপর ছাত্রলীগের অপর পক্ষের হামলার ঘটনায় দুই নেতাকে বহিস্কার করেছে জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিস্কৃতরা হলো মতিলাল ডিগ্রী কলেজের সহ-সভাপতি এস.এম আতোয়ার রহমান ও চক মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: জাহিদুল ইসলাম।

উপজেলা ছাত্রলীগ সভাপতি রুবেলে হোসেনের উপর বুধবার প্রতিপক্ষ গ্রুপের নেতা আতোয়ার ও জাহিদুলের নেতেৃত্বে হামলা চালানো হয়।

বর্তমানে সে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনায় ৫জনকে আসামী করে মামলা হয়েছে।

সব খবর/ মানিকগঞ্জ/ ১২ জুলাই ২০১৮/ নিউজ ডেস্ক