দেশের শান্তি বজায় রাখতে ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলতে হবে- দূর্জয়।

dir="auto">কামরুল হাসান খান: দেশের শান্তি বজায় রাখতে ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলতে হবে। স্বাধীনতাকামী সাধারন মানুষের দৈনন্দিন জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোন প্রতিকূলতা মোকাবেলায় আত্মনিয়োগ করতে হবে। তবেই, এদেশকে একটি আত্ম-নির্ভরশীল রাস্ট হিসেবে গড়ে তোলা সম্ভব।
মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকনগর উত্তর পাড়ায় ৯৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত-৩০৮টি পরিবারের মাঝে নতুন আবাসিক বিদ্যুৎ লাইনের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে -জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক,বিসিবি’র পরিচালক,মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দূর্জয় এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে জেলা আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সার্জন নুরুল হক(অব:),পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম তাজুল ইসলাম, তালুকনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জহিরুল হক,উপজেলা আ’লীগের সভাপতিএ্যাডভোকেট আজিজুল হক,সাধারন সম্পাদক মো:আব্দুল কুদ্দুস,যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন, বাচামারা ইউপি চেয়ারম্যান  মো:আব্দুল লতিফ,  কলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান সোহেল রানা,উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ূন কবির শাওন,যুগ্ম-সম্পাদক আনিসুর রহমান টিটু,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মনিরুল ইসলাম খান,জেলা ছাত্রলীগে যুগ্ম-সাধারন সম্পাদক মাহমুদ আব্বাস আকাশসহ সকল সহযোগী সংগঠনের নেতৃস্হানীয় ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা’র সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন,  বর্তমান সরকার শিক্ষা-স্বাস্হ্য যোগাযোগ বিদ্যুৎসহ দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু একটি মহল সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি বলেন,যারা  দেশের শান্তি -শৃংখলা বিনষ্টে নিজেদের নিয়োজিত রেখেছে- তাদের দ্বারা  দেশের কল্যান  সম্ভবপর নয়। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
 তিনি স্বাধীনতা বিরোধী ওই সব অপশক্তিকে  প্রতিহত করতে সকলকে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করার উদাত্ত আহবান  জানান। তিনি দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকেই পুনরায় নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন।তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করার পরামর্শ দেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় সকলের দোয়া কামনা করেন।
সব খবর/ মানিকগঞ্জ/৩০ জানুয়ারি ২০১৮/ লিটন