দেশের কল্যাণেই নৌকার বিজয় দরকার-দূর্জয়।
কামরুল হাসান খান: দেশের কল্যাণেই নৌকার বিজয় দরকার। । জননেত্রী শেখ হাসিনার আদলেই উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। জঙ্গিদমন,আইনশৃংখলার উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়ন বাস্তবায়নে বর্তমান সরকার আন্তর্জাতিকভাবে বিশেষ স্বীকৃতি অর্জনে সক্ষম হয়েছে।
শনিবার রাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তায় শাহ সুলতান আলী খান উয়ায়েসী দরবার শরীফে আয়োজিত বাৎসরিক ওরসে প্রধান অতিথির বক্তব্যে -জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক,বিসিবি’র পরিচালক,মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দূর্জয় এসব কথা বলেন।
এসময় জেলা আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুল খালেক বিএসসি,সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ হাবিবুর রহমান হাবিব,জেলা পরিষদ ও জেলা আ’লীগের সম্মানিত সদস্য মাহবুবুর রহমান জনি,দৌলতপুর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো:আব্দুল কুদ্দুস,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, যুগ্ম -সম্পাদক আতোয়ার রহমান,সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার শামীম,ইশতিয়াক আহমেদ শামীম, সকল ইউনিয়নের সভাপতি/ সাধারন সম্পাদক,
উপজেলা যুবলীগের আহবায়ক বাবুল বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো:রফিকুল ইসলাম চৌধুরী রানাসহ আ’লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃস্হানীয় ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন,যারা অন্যের কুৎসা রটনা নিয়ে ব্যস্ত সময় পাড় করে- তাদের দ্বারা দেশের উন্নয়ন কোন দিনও সম্ভবপর নয়। তারা সারা জীবনই তীরস্কৃত হয়। এদের প্রতিহত করতে সকল সমাজ সচেতন ব্যক্তিদেরকে একযোগে কাজ করার পরামর্শ দেন। তিনি দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকেই পুনরায় নির্বাচিত করার অাশাবাদ ব্যক্ত করেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় সকলের দোয়া কামনা করেন।
এর আগে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।