দেশের উন্নয়নে নৌকায় ভোট দিন-স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি বলেছেন,  শেখ হাসিনার আমলে দেশে যে উন্নয়ন হয়েছে, তা বিগত আর কোন সরকারের আমলে হয়নি। তাই দেশের অব্যাহত উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দিন।

শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বিকেজি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষাই হচ্ছে বড় সম্পদ, যে সম্পদ কেও ছিনিয়ে নিতে পারেনা। তাই শিক্ষার কোন বিকল্প নাই।

প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের আমলে সারাদেশের ন্যায় মানিকগঞ্জেও স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, বিদ্যুতখাতসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক রঞ্জিত কুমার সরকার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ চান্দু প্রমুখ বক্তব্য রাখেন ।

আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

 

সব খবর/ মানিকগঞ্জ/ ২৪ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন