স্টাফ রিপোর্টার : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জে কবি ড. মো. আবুল হাসানের লেখা চতুর্থ কাব্যগ্রন্থ তন্দ্রাবতীর সাধনায়’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
একই সাথে অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জের সাদা মনের মানুষ হিসেবে পরিচিত বাংলাদেশ দূতাবাস কুয়েতের প্রাক্তন প্রথম সচিব প্রয়াত মীর আবুল হোসেনের স্মরন সভা।
বৃহস্পতিবার দুপুরে ঘিওর উপজেলার বানিয়াজুরী স্কুল এন্ড কলেজের নজরুল-প্রমিলা মঞ্চে মীর আবুল হোসেন স্মৃতি সংসদ এর আয়োজন করেন।
বানিয়াজুরী স্কুল এন্ড কলেজের সভাপতি নীনা রহমানের সভাপতিত্বে তন্দ্রা বতীর সাধনায়’র মোড়ক উন্মোচন করেন ভাষা সৈনিক মিরান উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের সাবেক সিভিল সার্জন কবি সিদ্ধেসর মজুমদার, অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, কবি ড. মো. আবুল হাসান, নারী নেত্রী লক্ষ্মী চ্যাটার্জী, সুজনের জেলা কমিটির সভাপতি ইকবাল হোসেন কচি, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার, প্রাক্তন শিক্ষক মো. আতাব আলী, বানিয়াজুরী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কালিদাস সাহা।
আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার গুনী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ৫ এপ্রিল ২০১৮/ লিটন