টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক কলহের জের ধরে আপন চাচার হাতে ভাতিজা নিহত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার বাঁশতলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক চাচা নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
মধুপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, উপজেলার আলোকদিয়া ইউনিয়নের বাঁশতলা গ্রামে পারিবারিক কলহের জের ধরে চাচা নজরুল ইসলাম আপন ভাতিজা হাতেম আলীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণসহ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সব খবর/ টাঙ্গাইল/ ১০ জুন ২০১৮/ লিটন