স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওরে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুস সালাম হরিরামপুর উপজেলার মাচাইন গ্রামের গেন্দু বেপারির ছেলে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন-উদ-দৌলা জানান, জোকা এলাকায় আরিচাগামী পল্লীসেবা পরিবহনের (নোয়াখালী গ-৪১৫৯) বাসটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুস সালাম (৫০) নিহত হন। আব্দুস সালাম পেশায় কৃষক। তিনি মানিকগঞ্জ থেকে পেয়াজ বিক্রি করে ওই বাসে করে ফিরছিলেন।
আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ১৪ মার্চ ২০১৮/ লিটন