ঘিওরে প্রতিবন্ধী  কিশোরী  ধর্ষণ গ্রেপ্তার এক

কামরুল হাসান খান : মানিকগঞ্জের  ঘিওর উপজেলার বড়টিয়া গ্রামে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের ঘটনায় অভিযুক্ত ধর্ষক তুলন মোল্লাকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার তুলন মোল্লা  ওই গ্রামের বজলুর রশিদের ছেলে।

এঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ঘিওর থানায় মামলা করেছেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) রবিউল ইসলাম  জানান, গত ৫ জুলাই ওই ধর্ষিতার পরিবারের সদস্যরা তার চাচাতো ভাইয়ের মৃত্যুর খবরে বড়টিয়া থেকে পেচারকান্দা গ্রামে যায়। বাড়ী ফাঁকা থাকায় ধর্ষক তুলন মোল্লা প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষন করে। ধর্ষকের পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় পরিবারের পক্ষ থেকে প্রথমে চেপে গেলেও পরে তা এলাকায় ছড়িয়ে পরে। স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা বিষয়টি আপোষ মিমাংসার চেষ্টা করে।

পুলিশ বিষয়টি জানার পর মঙ্গলবার ভোরে তুলন মোল্লাকে গ্রেপ্তার করে।

ধর্ষিতার মা বাদি হয়ে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেছেন বলে ওই পুলিশ কর্মকর্তা আরো জানান।

সব খব/ মানিকগঞ্জ/ ১০ জুলাই ২০১৮/ নিউজ ডেস্ক