স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় কর্মরত গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর থানা প্রাঙ্গনে গ্রাম পুলিশদের উপহার প্রদান করেন জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হাফিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান, ডিআইও-১ আশরাফুল আলমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদর থানার বিভিন্ন স্থানে কর্মরত ১০০ গ্রাম পুলিশকে ঈদ উপহার হিসেবে পোলাওর চাল, সেমাই, গুড়া দুধ, চিনি, কিসমিস, গরম মশলা, সাবান ও শ্যাম্পু তুলে দেওয়া হয়।
সব খবর/ মানিকগঞ্জ/ ১২ জুন ২০১৮/ লিটন