গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়নের দাবী

মাহমুদা শিকদার, গাজীপুর : বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার গাজীপুর সিটি করপোরেশনের সাত দিন পূর্বে নির্বাচনী এলাকায় টহলসহ প্রতিটি ভোটকেন্দ্রে সেনাবাহিনীর মোতায়েনের দাবি জানিয়েছেন।

এছাড়া তিনি নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দৃশ্যমানভাবে নাম ও র‌্যাঙ্ক ব্যাচসহ ইউনিফর্ম পড়ে দায়িত্বপালন করার বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

সোমবার দুপুরে টঙ্গী আরিচপুর এলাকায় তার বাসভবন চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় হাসান উদ্দিন সরকার ওই দাবি জানিয়েছেন। এসময় গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন, সাধারন সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় বিএনপির সদস্য মাজহারুল আলম, জেলা বিএিনপির সিনিয়র সহসভাপতি মো. সালহউদ্দিন সরকার, জেলা হেফজতের যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন, বিএনপি সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. শওকত হোসেন প্রমূখ উস্থিত ছিলেন।

সভায় হাসান উদ্দিন সরকার নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসীদের প্রেপ্তারসহ সবরকম পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছেন। এছাড়া তিনি নির্বাচনী প্রচারনা সভা, সমাবেশ ও উঠোন বৈঠকে সরকারিসদলসহ সকল দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার অনুরোধ করেন। এলাকায় সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি এবং অবৈধ কালটাকার ছড়াছড়ি বন্ধ করতে হবে। তিনি নির্বাচনে নিরপেক্ষ ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ এবং প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসারদের নিজ থানা ও পোলিং অফিসারদের নিজ ওয়ার্ডে নির্বাচনী দায়িত্ব দেয়া যাবে না। তিনি সকল গণমাধ্যমে প্রচার প্রচারণায় অংশগ্রহণকারী প্রতিটি দল ও প্রার্থীর ক্ষেএে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। গণমাধ্যম কর্মীদের ভোটকেন্দ্রে প্রবেশাধিকার এবং নির্বিঘ্নে সংবাদ সংগ্রহের ব্যবস্থা নিশ্চিত করতে বলেন তিনি।

সব খবর/ গাজীপুর/ ২৩ এপ্রিল ২০১৮/ লিটন