গাজীপুরের চন্দ্রায় ফ্রি মেডিকেল ক্যাম্প

মাহমুদা শিকদার, গাজীপুর : সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে চিকিৎসা দেয়া হলে ক্যানসারের রোগী ভাল করা সম্ভব বলে মন্তব্য করেছেন, বর্ষিয়ান আইনজীবি ব্যারিষ্টার রফিক-উল হক।

শুক্রবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় নিজের প্রতিষ্ঠিত ডাঃ ফরিদা হক মেমোরিয়াল-ইব্রাহীম জেনারেল হাসপাতালে ক্যানসার রোগীদের ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি এসময় আরো বলেন, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ক্যানসারের চিকিৎসা হচ্ছে। শুধু আমাদের দেশে নয় বিশ্বের সব স্থানেই এ রোগের চিকিৎসা করা হচ্ছে এবং রোগীরা ভালও হচ্ছে।

শুক্রবার দিনব্যাপি হেড এন্ড নেক ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশনের উদ্যোগে নাক,কান, গলা, মুখ, শ্বাসনালী ও থাইরয়েড লালাগ্রন্থি রোগ ও ক্যান্সারের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে দেশের খ্যাতনামা চিকিৎসকরা অংশ নেন।

সব খবর/ গাজীপুর/ ২০ এপ্রিল ২০১৮/ লিটন