গাছ আমাদের বন্ধু, গাছ কাটবেন না -কন্ঠশিল্পী মেহরিন

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট কন্ঠশিল্পী মেহরিন বলেছেন, গাছ আমাদের বন্ধু, গাছ কাটবেন না। যত্রতত্র গাছ কাটা এবং পর্যাপ্ত পরিমানে গাছ না লাগানোর ফলে দিন দিন আমাদের পরিবেশ বিপর্যস্ত হয়ে যাচ্ছে। তাই পরিবেশ স্বাভাবিক রাখতে এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য বেশি গাছ লাগাতে হবে এবং গাছের যতœ নিতে হবে।

শনিবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উইমেন ফেডারেশন ফর ওয়াল্ড পিস নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সংগঠনের সেক্রেটারি জেনারেল শিরিন রহমান, ট্রেজারার রুথ হালদার, কো-অর্ডিনেটর হুমায়ুন কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকমল হোসেন উপস্থিত ছিলেন।

কন্ঠশিল্পী মেহরিন ওই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।

ওই সংগঠনের সার্বিক সহযোগিতায় চারশতাধিক শিক্ষার্থীর বিদ্যালয়টি ১৯৮৯ সাল থেকে পরিচালিত হয়ে আসছে।

সব খবর/ মানিকগঞ্জ/ ৩ মার্চ ২০১৮/ লিটন