খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে রাঙ্গামাটিতে বিএনপির বিক্ষোভ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি ও বিচার কার্যক্রম আদালতে বসানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটি জেলা বিএনপি। শনিবার সকালে রাঙ্গামাটি শহরের কাঠালতলীস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, জেলা জাসাস এর সদস্য সচিব আবুল হোসেন বালি, জেলা তাঁতীদলের সেক্রেটারি আনোয়ারুল আজিম প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘গণতন্ত্র রক্ষার আন্দোলন কেবল বিএনপির একার নয়। আজ সারাদেশের মানুষকে এই আন্দোলনে সামিল হয়ে গণতন্ত্রের মুক্তি আনতে হবে। সবার আন্দোলের মধ্য দিয়েই স্বৈরাচারী সরকারের পতন ঘটবে।’

তারা আরো বলেন, ‘আজকে সরকার ইভিএম নামক ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় পুনঃরায় আসীন হওয়ার চেষ্টা করছে। সরকার একটি ঠুনকো মামলায় আমাদের দেশনেত্রীকে নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে বন্দি করে রেখেছে। এই বিচার ব্যবস্থার মাধ্যনে বেগম জিয়ার জীবনকে বিপন্ন করা হয়েছে।’ এসময় তারা বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা দাবি ও বিচার কার্যক্রম আদালতে বসানোর প্রতিবাদ জানান।