স্টাফ রিপোর্টার : জিয়া অরফানেজ মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদন্ডের রায়ে মানিকগঞ্জে শিবালয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রায় ঘোষণার পরপরই মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের নিয়ে টেপড়া এলাকায় আনন্দ মিছিল করে। পরে টেপড়া বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, সম্মানিত সদস্য জেলা পরিষদের সদস্য মাহাবুবুর রহমান জনি, শিবালয় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, সহ সভাপতি বিকাশ সাহা, সাংগঠনিক সম্পাদক মহিদুজ্জামান তড়িৎ, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান পিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রানা, উপজেলা যুবলীগের আহবায়ক লালন ফকির, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল ইসলাম সাকিব, সদস্য মফিজুর রহমান অনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মনিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহমুদ আব্বাস, শিবালয় উপজেলা ছাত্রলীগের সভাপতি সেলিম রেজা, সম্পাদক দুলাল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমপি দুর্জয় বলেন, খালেদা জিয়া এতিমদের টাকা মেরে খেয়েছে তাই তার সাজা হয়েছে। এই রায়েই প্রমাণিত হয়েছে আইনের উর্দ্ধে কেও নয়। রায়ের পরে যেন কেও নাশকতা চালাতে না পারে সে ব্যাপারে তিনি নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ৮ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন