কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধের দাবিতে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার দুপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

সংগঠন সূ্ত্রে জানা গেছে,  বেলা ১২ টার দিকে আধা ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম, ছাত্র ইউনিয়নের জেলা শাখার সহসভাপতি মহিদুর রহমান, সাধারন সম্পাদক শাহিনুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক বুলবুলি আক্তার এবং সাবেক সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

আনোয়ার হোসেন বলেন, চাকরিতে সকল শিক্ষার্থীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। কোটার চেয়ে মেধার মূল্যায়নে অগ্রাধিকার দিতে হবে। কোটার নামে সামন্তবাদী শাসন চলবে না। কোটার বিষয়ে সাধারন ছাত্র সংরক্ষণ পরিষদের প্রস্তাবনা আমলে নিয়ে যৌক্তি প্রজ্ঞাপন জারি করতে হবে। আন্দোলনকারীদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধ করে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

সব খবর/ মানিকগঞ্জ/ ৬ জুলাই ২০১৮/ নিউজ ডেস্ক