কৃষি জমিতে ইটভাটা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে কৃষি জমিতে ইটভাটা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে সদর উপজেলার বরুন্ডি গ্রামে কালিগঙ্গা নদীর উত্তরপাড়ে কর্মসূচির আয়োজন করে কৃষক কল্যাণ সমিতি।

সমিতির সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে সাধারণ সম্পাদক কুদ্দুস মিয়া, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, আবদুল হালিম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কৃষি জমিতে ইটভাটা স্থাপনের নিষেধাজ্ঞা থাকলেও দিন দিন কৃষি জমি নষ্ট করেই ইটভাটা বানানো হচ্ছে। এতে করে দিন দিন কৃষি জমি কমে যাচ্ছে। বরুন্ডি গ্রামে বেশ কয়েকটি ইটভাটা থাকলেও একটি মহল নতুন করে দুটি ইটভাটা স্থাপনের উদ্যোগ নিয়েছে। অবিলম্বে ওই দুটি ইটভাটার নির্মাণকাজ বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সব খবর/ মানিকগঞ্জ/ ২ মার্চ ২০১৮/ লিটন