খেলাধুলা ডেস্ক: রাশিয়া বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্বকাপের দলগুলো দুইদিনের প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামে। এই দুই ম্যাচে চোট থাকায় আর্জেন্টিনার হয়ে খেলতে পারেননি লিওনেল মেসি। যার ফলে প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে জয় মিললেও দ্বিতীয় ম্যাচে স্পেনের বিরুদ্ধে আর্জেন্টিনার ইতিহাসে বড় পরাজয় দেখতে হয়েছে।
আন্তর্জাতিক ফুটবলের ম্যাচ শেষে এবার বার্সেলোনায় ফিরেছেন মেসি। চোট সেরে উঠায় কাতালান ক্লাবটির হয়ে অনুশীলনে দেখা গেছে পাঁচটি ব্যালন ডি’অর জয়ী এ তারকাকে।
চোটের কারণে ইতালির বিপক্ষে মেসির না খেলার কথা আগেই জানা গিয়েছিল। স্পেনের বিপক্ষে খেলার কথা জানালেও শেষপর্যন্ত গ্যালারিতে বসেই সতীর্থদের হার দেখতে হয়েছে মেসিকে।
তবে ক্লাবের হয়ে খেলার জন্য ফিট রয়েছেন মেসি। এক বিবৃতিতে মেসির সুস্থতার কথা জানিয়েছে তার ক্লাব বার্সা। এছাড়া বুধবার বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে জানিয়েছেন, মেসির গুরুতর কেনো ইনজুরি সমস্যা নেই।
লা লিগায় আগামী ৩১ মার্চ সেভিয়ার মুখোমুখি হবে বার্সা। ভক্তদের বিশ্বাস ওই ম্যাচের মধ্য দিয়েই বার্সার জার্সিতে আবারও মাঠে দেখা যাবে মেসিকে।
সব খবর / ঢাকা / ৩০ মার্চ ২০১৮ / আসাদ