ডেস্ক রিপোর্ট : ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের ওপর করের বোঝা বাড়বে বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। একই সঙ্গে নতুন বাজেট দেশের উচ্চ বিত্তরা করে ছাড় পাবে বলেও মনে করে প্রতিষ্ঠানটি।
শুক্রবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক সংবাদ সম্মেলনে এ পর্যালোচনা তুলে ধরেন সংস্থাটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিযোগ বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জন করা কঠিন হবে। বিদেশি বিনিয়োগে খাদ্য পণ্যের দাম বাড়ায় এবং ডলারের বিনিময় মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে পণ্যমূল্য বেড়ে যাবে।’
তিনি আরো বলেন, ‘বাজেটে বিনিয়োগে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বেসরকারি খাত থেকে ১১৭ কোটি এবং সরকারি খাত থেকে ৩০ হাজার কোটি টাকা বাড়তি বিনিয়োগ করতে হবে। সেটি অসম্ভব। ব্যাংককিং খাতে নৈরাজ্য চলছে। তার কোনো সমাধান দেওয়ার ব্যবস্থা করা হয়নি। কর সুবিধা দেওয়ার ফলে ব্যাংক আমানতও বাড়বে না, ঋণে সুদের হারও কমবে না। এক কথায় গ্রাহকরা কোনো সুবিধা পাবে না।’
সব খবর/ ঢাকা/ ৮ জুন ২০১৮/ লিটন