কোরবান আলী, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় গণসংযোগ করার সময় ঢাকা মিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজাদুল কবিরের সর্মথকদের উপর হামলা, গাড়ি ভাংচুর ও লিফলেট ছেড়ার ঘটনা ঘটেছে।
তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের মনোনয়ন প্রত্যাশী। এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকালে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, শনিবার শৈলকুপা-১ আসনের বিভিন্ন ইউনিয়নের গ্রামে ও বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরার জন্য লিফলেট বিতরণ শুরু করি। তারই ধারাবাহিকতায় দুপুরে দলীয় সমর্থকদের সাথে নিয়ে দোহারো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টর চ্যাম্পিয়নদের সাথে দেখা করতে যায়। এসময় শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশররফ হোসেন সোনা’র ক্যাডার শাওনসহ কয়েকজন সন্ত্রাসী তাদের উপর চড়াও হয়। তাদের হামলায় আমার ২ জন সমর্থক আহত হয়। ভাঙচুর করা হয় ২ টি মোটর সাইকেল, ছিড়ে ফেলা হয় বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি সম্বলিত লিফলেট। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে মিরপুর থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য কাজী মোয়াজ্জেম হোসেন, কে এম আতিক রেজা, উপায়ন আনাম, আল মামুন, কাজী মোবাশ্বির হাসান জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।
সব খবর/ ঝিনাইদহ/ ৭ এপ্রিল ২০১৮/ লিটন