উন্নয়ন মেলা উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : উন্নয়ন মেলা উপলক্ষ্যে মানিকগঞ্জের শিবালয়, ঘিওর ও দৌলতপুরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে।

শিবালয়ে আব্দুল গনি সরকার উচ্চ বিদ্যালয়ে মেয়েদের হ্যান্ডবল, ঘিওরে ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ে রাগবি ও দৌলতপুরে পিএস উচ্চ বিদ্যালয়ে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসার নুরুল ইসলাম জানান, আগামীকাল শুক্রবার সাটুরিয়া উপজেলায় ক্রিকেট এবং মানিকগঞ্জ সদর উপজেলায় হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উন্নয়ন মেলা উপলক্ষ্যেই জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতা আয়োজন করে।

সব খবর/ মানিকগঞ্জ/ ১১ জানুয়ারি ২০১৮/ লিটন