ঈদে বাসের আগাম টিকিট বিক্রি ১৭ মে

ঈদুল ফেতর উপলক্ষে আগামী ১৭ মে থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ গণমাধ্যমকে এ তথ্য জানান। রাকেশ ঘোষ জানান, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়শনের বৈঠকে বাসের আগাম টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

এদিন, রাজধানীর গাবতলী বাস টার্মিনালে পরিবহন কোম্পানিগুলো দেশের বিভিন্ন স্থানে গন্তব্যের জন্য ঈদের আগাম টিকিট বিক্রি শুরু করবে। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ জানান, ঈদ উপলক্ষে আগাম বাস টিকিট বিক্রি করতে বিভিন্ন পরিবহন কোম্পানির টিকেট কাউন্টারগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে।