আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা চালাচ্ছে-ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার : আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা চালাচ্ছে। তাদের বিভিন্ন অপকর্মের জন্যই আগামী নির্বাচনে জনগণ তাদের ভোট দিবেনা।

তিনি শুক্রবার দুপুরে স্থানীয় বিজয় মেলা মাঠে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষ্যে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, আব্দুল মান্নান খান, উপদেষ্টা মন্ডলীর সদস্য মুকুল বোস, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মধ্যে আওয়ামীলীগের সদস্য আখতারুজ্জামান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, সংসদ সদস্য মমতাজ বেগম, নাঈমুর রহমান দূর্জয়, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, যুগ্ম সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু, সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নীনা রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, আর সাত আট মাস পরেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এবছর সাম্প্রদায়িক অপশক্তি পরাজয়ের বছর। জনগনের ভোটে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের শক্তি আবারো বিপুল ভোটে বিজয়ী হবে।

 

সদস্য সংগ্রহের ক্ষেত্রে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু, নেশাখোর, স্বাধীনতা বিরোধীদের দিয়ে দল ভারী করবেন না। জনগনের সাথে ভাল আচরন করবেন আর ঐক্যবদ্ধ থাকবেন। তাহলেই আগামী বিজয় সুনিশ্চিত।

সব খবর/ মানিকগঞ্জ/ ২৬ জানুয়ারি ২০১৮/ লিটন