স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে ২৬৩ বোতল ফেনিসিডিল ও পর্নগ্রাফি সিডি।
বুধবার দুপুরে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে মাদকদ্রব্য ও পর্নগ্রাফি সিডি পোড়ানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, গত বছর ৭ ডিসেম্বর পাটুরিয়া ঘাট থেকে পুলিশ ২৬৩ বোতল ফেনিসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আদালতের নির্দেশে ওই মাদক দ্রব্যগুলো ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোভানা খায়ের জেসি, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, মামলার বাদি শিবালয় থানার এসআই মোঃ সালাউদ্দিন।
সব খবর/ মানিকগঞ্জ/ ১০ জানুয়ারি ২০১৮/ লিটন