সুবর্ণচরে ভোটের পর গৃহবধূকে গণধর্ষণের আলামত মিলেছে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী এলাকায় গত ৩০ ডিসেম্বর (রোববার) রাতে স্বামী ও সন্তানদেরকে বেঁধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণের আলামত মিলেছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এই তথ্য জানান নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ খলিল উল্যা।

হাসপাতাল সূত্রে জানা যায়, মেডিকেল অফিসার আকেফা জাহানের নেতৃত্বে একটি মেডিকেল টিম নির্যাতিতা নারীর শারীরিক পরীক্ষা শেষ করে। পরে দুপুরের দিকে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনটি তত্ত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যাহর কাছে জমা দিলে তিনি নোয়াখালীর পুলিশ সুপারের কার্যালয়ে তা পাঠিয়ে দেন।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে জাতীয় মহিলা সংস্থার একটি প্রতিনিধি দল হাসপাতাল নির্যাতিতাকে দেখতে যান। সেখানে সংস্থার নেতৃবৃন্দ সকল প্রকার সহায়তার আশ্বাস দেন।

জাতীয় মহিলা সংস্থার কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য ইয়াদিয়া জামান বলেন, আমরা স্থানীয় জনগণ ও তদন্তে যারা আছে তাদের সাথে কথা বলবো। তথ্য উপাত্ত যা পাব অবশ্যই আপনাদেরকে জানাবো।

আমি প্রাথমিকভাবে ভিকটিমের সাথে কথা বলেছি। যারা অপরাধী তাদের অবশ্যই সর্বোচ্চ সাজা পেতে হবে। সেট আমি অবশ্যই বিশ্বাস করি।